দেশ

হিমাচলে একটানা বৃষ্টি-হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ২২

হিমাচলপ্রদেশে বিপর্যয় অব্যাহত। বুধবার রাতে সামেজ ও বাগি ব্রিজের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে তছনছ অবস্থা। মৃত বেড়ে ২২। আচমকা বন্যার জেরে হিমাচলের শ্রীখণ্ড এলাকার কাছে ভেসে যান কমপক্ষে ৩০ জন। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুলুর নির্মন্দ, সইঞ্জ, মালানা, মান্ডির পাধানা, সিমলার রামপুরে হড়পা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা রামপুর মহকুমার সামেজ গ্রামে। ওই গ্রামে অনন্ত ২৫ জন নিখোঁজ। বুধবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যায় সামেজ গ্রাম। মৃত কমপক্ষে ১৩। হিমাচলপ্রদেশের শ্রীখণ্ডের কাছেই সামেজ এবং বাগি সেতুর মাঝামাঝি এলাকায় বুধবার গভীর রাতে ফের মেঘভাঙা বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। মান্ডির রাজভান গ্রামে ৯ জনের দেহ, নির্মন্দ ও বাগিপুল থেকে ৩ জন, সিমলার সামেজ গ্রাম ও ধাদকোল, ব্রো, সুন্নি ধাম এলাকা থেকে ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। ২২ জনের মধ্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে এখনও পর্যন্ত। বাকিদের পরিচয় জানতে মৃতদেহগুলির DNA টেস্ট করা হবে।