হুগলি: রবিবার হুগলির রিষড়ায় সায়ন্তন বসুর পথ আটকানো প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘সায়ন্তন যেখানে যায় সেখানেই গন্ডগোলের চেষ্টা করে এটা ওর রাজনীতির স্টাইল, এটাই ওদের সংস্কৃতি’ । সেই সঙ্গে আরও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ, ‘যেমন দেখতে তেমন ব্যবহার’। এর পাল্টা বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, উনি মানসিকভাবে অসুস্থ ওনার চিকিৎসার দরকার আছে। পাশাপাশি আবার এক হুমকিও দেন, ‘এরপর দিল্লিতে নামা বন্ধ করে দেবো প্লেনে ঘুরতে থাকবে’। উল্লেখ্য, আজ গৃহে গৃহে অভিযান করে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা সায়ন্তন বসুl হুগলির রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ, বিজেপি নেতা সায়ন্তন বসু তার দলীয় কর্মসূচিতে এলে এলাকায় অশান্তি করেন। এই অভিযোগ তৃণমূল কর্মীরা গো ব্যাক ধ্বনি তুলে সায়ন্তন বসুর পথ আটকায়। পাল্টা বলতে গিয়ে বিজেপির সঙ্গে এই নিয়ে তর্ক বিতর্ক হয়। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়l