জেলা

হাওড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

বৃষ্টির জেরে এবার মধ্য হাওড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এলাকায় প্রাক্তন কাউন্সিলর, হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী সদস্য দেবাংশু দাস জানিয়েছেন, ‘মালিককে বাড়িটি ভেঙে ফেলতে বলা হয়েছিল। ওরা জানান, শরিকি বিবাদের কারণে মামলা চলছে। কিছু করা যাবে না’। এরপর বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দেয় পুরসভা। আজ পুরসভার পক্ষ থেকে ভাঙার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একটি বড় অংশ।  তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। যানজট তৈরি হয়। শেষপর্যন্ত চ্যাটার্জিহাট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা দ্রুত ধ্বংসস্তুপ সরিয়ে ফেলা হয়।