আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ব্যস্ত হাওড়া ব্রিজে। মঙ্গলবার বিকেলে ব্যস্ত হাওড়া ব্রিজে অবরোধ করতে গেলে পুলিশ তাদের আটকায়। শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। পুলিশ হাওড়া ব্রিজ থেকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক জনকে গ্রেফতার করে। এদিকে এই বিক্ষোভ কর্মসূচি দরুন ব্যস্ত হাওড়া ব্রিজে তুমুল যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাওড়া স্টেশন মুখী নিত্যযাত্রীরা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয়। হাওড়ার ব্রিজের মুখে জমায়েতের পর বিজেপির। মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয়। হাওড়া থেকে কলকাতার( Kolkata) দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মিছিল করতে বাধা দেওয়ায় এদিন পুলিশের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন দলের মহিলা কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। দীর্ঘ সময় হাওড়া ব্রিজের কাছে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় । মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ত সময় প্রায় ৪৫ মিনিট হাওড়া ব্রিজ স্তব্ধ হয়ে যায়। যার ফলে হাওড়া শহরে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট হয়। ঘটনাস্থলে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। জানা গেছে, ১০ থেকে ১৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পুলিশ হেফাজত থেকে বিক্ষোভকারীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সবমিলিয়ে হাওড়া ব্রিজের রণক্ষেত্র চেহারা নেয় বিজেপির অবরোধ কর্মসূচি কে কেন্দ্র করে। এদিকে মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস ফেরত মানুষজন সহ নিত্যযাত্রীরা চরম যানজটের সম্মুখীন হন।