জেলা

বন্দে-ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল কাচের দরজা

সোমবার সন্ধ্যায় যাত্রী নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনেই বিপত্তি। পাথর ছুড়ে ভাঙা হল ট্রেনের দরজা। সোমবার মালদার সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি দরজারই কাচ ভেঙেছে। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপিআরও (এনএফ রেলওয়ে) সব্যসাচী দে বলেন, “কুমারগঞ্জে ঘটনাটি ঘটেছে। পাথর ছোড়া হয়েছে। একটা কোচের কাচ ভেঙেছে। যাত্রীরা সুরক্ষিত।” তবে ইকোনমি ক্লাস নাকি এক্সিকিউটিভ ক্লাসের কোচে এই ঘটনা তা এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি। রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান সিপিআরও। বোলপুর স্টেশনে বেশ কিছুক্ষণ বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। সেন্সর অটোমেটেড দরজা বন্ধ হতে সমস্যা হয়। ঘটনায় কেউ গ্রেফতার হননি।