কলকাতা

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, প্রথম শুভ্রাংশু সরকার, যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান ও আবু সানা

প্রথম দশে ৮৭ জন

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সল্টলেকের করুণময়ীতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সদর দফতর বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে সেই ফলপ্রকাশ করা হচ্ছে। চলতি বছরে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। দশম স্থান অর্জন করেছে কলকাতা। রাজ্য জুড়ে পাশের হার পাশের হার ৮৯.২৫ শতাংশ।  মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.৭৫ শতাংশ। উল্লেখ্য, ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। চলতি বছরে প্রথম দশে রয়েছেন ৮৭ জন। গত বছরে সংখ্যাটা ছিল ২৭২। প্রসঙ্গত, প্রথম দশে যারা রয়েছেন তাঁদের মধ্যে হুগলি জেলা থেকেই আছেন ১৮ জন। গত ১৪ মার্চ শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরকার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে যা ৯৯.২ শতাংশ। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করেন। উচ্চমাধ্যমিকে ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকার করেছে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকার করেছে চার জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছে সৃজিতা বসাক, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রেরণা পাল। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে কৌস্তুভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ্য দাস, অঙ্কিতা ঘড়াই, অনন্যা সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯২। এ বছর মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৮৭ জন। জেলা অনুযায়ী হুগলি জেলা থেকে সবচেয়ে বেশি পড়ুয়া মেধাতালিকায় রয়েছে বলে জানান সংসদ সভাপতি। সংসদ সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনে জানান, উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের পাশের হার বেশি ছাত্রীদের থেকে। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। অন্যদিকে পাশের হারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চমাধ্যমিকে পাশের হারে দশম স্থানে রয়েছে কলকাতা। এখনই অবশ্য অনলাইনে রেজাল্ট দেখা যাবে না। অনলাইনে বেলা ১২ টা ৩০ মিনিট থেকে রেজাল্ট দেখতে পারবেন উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। আর অনলাইনে wbresults.nic.in থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে।