দাঁইহাট পৌরসভার পাশাপাশি দুটি ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল । মঙ্গলবার দুজনেই কাটোয়া মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ঠিক তার পরদিনই দাঁইহাট শহর জুড়ে দুজনের ঘনিষ্ঠ ছবির পোস্টার সাঁটানো হল । সেই সঙ্গে বিনীতা বড়ালের সৈকতে ছোট পোশাক পরা ছবিও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় । যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় । বিষয়টি পুলিশকে জানিয়েছেন ওই প্রার্থীরা ।পূর্ব বর্ধমান জেলায় ২৭ ফেব্রুয়ারি যে ছটি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে, তার মধ্যে
অন্যতম দাঁইহাট পৌরসভা । ওই পৌরসভায় ৪নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন সিদ্ধার্থ বড়াল। পাশের ৫নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী বিনীতা বড়াল । বিনীতা বড়াল বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা । এ দিন দাঁইহাটের মাছবাজার এলাকায় সিদ্ধার্থ ও বিনীতার বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সাঁটানো হয় । যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । বিনীতা বড়ালের অভিযোগ, “এই কাজ তৃণমূলের দুষ্কৃতীদের । স্বামী-স্ত্রীর ছবি বিকৃত করে তারা নোংরামি করছে । পুলিশকে বিষয়টি জানানো হয়েছে ।” তৃণমূল নেতা শিশির মণ্ডল এ প্রসঙ্গে বলেছেন, “এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে ঘটেছে । এই ঘটনায় বিজেপির লোকেরাই যুক্ত আছে । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।”