জেলা

‘মায়ের কাছে ২২০ আসন চেয়েছি, মা সেটাই দেবে’, তারাপীঠে পুজো দিয়ে বললেন অনুব্রত মন্ডল

এবার অনুব্রত মন্ডল ২২০টি আসন চেয়েছেন মায়ের কাছে। মাও নাকি তাঁকে সেটা দেবেন, এমনটাই জানালেন কেষ্ট মণ্ডল। বৃহস্পতিবার তারাপীঠে পুজো দেন অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিত্‍ সিনহা- সহ স্থানীয় নেতৃত্ব। পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে অনুব্রত বলেন, ‘আজ পয়লা পৌষ, বৃহস্পতিবার, শুভ দিন। তাই মায়ের পুজো দিলাম। পুজো দিয়ে মায়ের কাছে সবার জন্য প্রার্থনা করলাম।’ সাংবাদিকরা জিজ্ঞাসা করেন মায়ের কাছে কী চাইলেন বীরভূমের তৃণমূল সভাপতি। তাতে অনুব্রত বলেন, ‘মায়ের কাছে বলেছি, তিনি যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের ধারা যেন বজায় থাকে। মায়ের কাছে ২২০টি আসন চেয়েছি। মা সেটাই দেবে।’ শুভেন্দু অধিকারীর দবদল প্রসঙ্গে তিনি বলেন,’নেতারা কর্মী তৈরি করে না। কর্মীরাই নেতা বানায়।’ মুখ্যমন্ত্রী বুধবার উত্তরবঙ্গে দাবি করেন ‘অনুব্রতকে দিল্লি থেকে ফোন করেছিল বিজেপিতে যোগদানের জন্য’। এনিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বাইরে আমি কিছু বলব না। তিনিই শেষ কথা।’