কলকাতা

‘কোনও মন্ত্রীর অফিশিয়াল টুইটার আইপ্যাক দেখাশোনা করে না’, চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ খারিজ করল আই-প্যাক

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ খারিজ করে আইপ্যাক জানিয়ে দিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কিংবা কোনও মন্ত্রীর অফিশিয়াল টুইটার আইপ্যাক দেখাশোনা করে না। এটা আইপ্যাকের কাজ নয়। চন্দ্রিমাকে মিথ্যেবাদীও বলেছে আইপ্যাক। তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে যখন সোশাল মিডিয়া তোলপাড়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও একটি পোস্ট প্রকাশ্যে আসে। তার কভার ফটোতে লেখা ছিল, এক ব্যক্তি এক পদ। এরপরই দ্রুত আসরে নামেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘এটা আমার করা নয়। এসব আইপ্যাকের কাজ। আমাকে না জানিয়ে আইপ্যাক এসব করেছে।’ তিনি আইপ্যাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন।   এরপরেই অতি দ্রুত চন্দ্রিমার টুইটার হ্যান্ডেলের কভার ফটো বদলে যায়। এই পরিস্থিতিতে আসরে নামেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সংস্থা আইপ্যাক। তাদের করা একটি টুইটে লেখা হয়, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কিংবা কোনও মন্ত্রীর অফিশিয়াল টুইটার দেখাশোনা করে না। যিনি এই অভিযোগ করছেন তিনি হয়ত বিষয়টা জানেন না। কিংবা মিথ্যা বলছেন। একই সঙ্গে টুইটে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ট্যাগ করে লেখা হয়, তাদের টুইটার হ্যান্ডেলের অপব্যবহার হচ্ছে কি না তা যাচাই করে দেখতে।