বুথভিত্তিক দুয়ারে সরকার শিবির আয়োজিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। ২০ দিনে মোট ২ লক্ষ শিবির হবে রাজ্যজুড়ে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন। এই অংশের যোগদান দুয়ারে সরকার চালানোর জন্য কতখানি মিলবে তা নিয়ে সংশয়ে আছেন নবান্নের আধিকারিকেরা। তাই নির্বিঘ্নে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার কিছুটা ভিন্ন পথে হাঁটা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার যেমন ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি কলকাতা পুরনিগম এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও এবারে ডাকা হচ্ছে।