জেলা

ইছাপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২

ইছাপুরে শুটআউটের ঘটনায় গ্রেফতার ২। তৃণমূল কর্মীকে জনসমক্ষে খুন করায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রকৃত দোষীদের খুঁজতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উল্লেখ্য গত ৩ অগাষ্ট প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইছাপুর মায়াপল্লী এলাকার এক তৃণমূল কর্মীকে। এলাকায় কার্যত চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নোয়াপাড়া থানার পুলিশ। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীহরি পাণ্ডে নোয়াপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে কৌশিক রানা ওরফে সুজয় রানা এবং আকাশ ঠাকুর নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নাবালক। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 326,307,34 IPC এবং 25/27 আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।  আগামীকাল অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক।শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে। এছাড়া, শুট আউটের ঘটনায় ব্যবহার করা আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছে। খুব শীঘ্রই সেটাও উদ্ধার করা হবে। কি কারণে এই ঘটনা তা সম্পূর্ণ তদন্ত করবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ।