দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ করছে আইসিএমআর

করোনা চিকিত্‍সায় সলিডারিটি ট্রায়াল থেকে বাদ পড়তে চলেছে হাইড্রক্সিক্লোরোকুইনের নাম। কোভিড-১৯ সংক্রমণ সারাতে ম্যালেরিয়ার ওষুধের যে কোনও কার্যকরী ভূমিকাই নেই সেটা ফের একবার স্পষ্ট করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ভারতে এতদিন প্রফিল্যাক্সিস ড্রাগ হিসেবে এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমোদনে মৃদু সংক্রামিত করোনা রোগীদের চিকিত্‍সায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার হচ্ছিল। তবে হু-র নির্দেশিকা মেনে দেশের ২২টি ক্লিনিকাল রিসার্চ সেন্টারে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ হতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সলিডারিটি কমিটির চেয়ারম্যান জন আর্ন রটিনজেন বলেছেন, বিশ্বের ২১ দেশের সাড়ে তিন হাজার করোনা রোগীর উপর হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালে কোনও সন্তোষজনক ফল মেলেনি। এমনকি দেখা গেছে, করোনার সংক্রমণ কমাতে এই ওষুধের কোনও কার্যকরী ভূমিকাই নেই। উল্টে ওষুধের ডোজের হেরফেরে রোগীদের শরীরে খারাপ প্রভাব পড়ছে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে।হাইড্রক্সিক্লোরোকুইনের সলিডারিটি ট্রায়াল গ্রুপের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন রয়েছেন হু-র চিফ সায়েন্টিস্ট ডক্টর সৌম্য স্বামীনাথন। ভারত থেকে ওই গ্রুপে রয়েছেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন ডিরেক্টর ডাক্তার শ্রীনাথ রেড্ডি, আইসিএমআর-ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট (NARI)-এর এপিডেমোলজি বিভাগের প্রধান ডক্টর শীলা গোড়বোলে। ডক্টর রেড্ডি বলেছেন, দেশের ২২টি জায়গায় প্রায় ৩০০ জনের উপরে হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল চলছিল। সেটা এখন বন্ধ করে দেওয়া হবে। নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রফিল্যাক্সিস ড্রাগ হিসেবেই হোক বা করোনার থেরাপিতে, আপাতত হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ বন্ধ করে দেওয়া হবে। ডক্টর গোড়বোলের কথায়, ম্যালেরিয়ার প্রতিষেধকের তুলনায় করোনার চিকিত্‍সায় ভাল কাজ করেছে রেমডেসিভির ও ইন্টারফেরন বিটা-১এ। সলিডারিটি ট্রায়ালে এই দুই ওষুধকেই আগে রাখা হচ্ছে। এইচআইভি-র ওষুধ লোপানিভির-রিটোনাভিরের প্রয়োগও বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। করোনা চিকিত্‍সায় বিশ্বজুড়ে যে ৭০ রকমের ড্রাগ নিয়ে সলিডারিটি ট্রায়াল চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে। এই ওষুধের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়ার কথা সামনে আসায়, করোনা সারাতে আদৌ হাইড্রক্সিক্লোরোকুইন নিরাপদ কিনা সেই নিয়ে নির্ভরযোগ্য কোনও তথ্য এখনও মেলেনি।