দেশ

দেশে প্রথম বাংলা, আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য

প্রকাশিত হল সিআইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গোটা দেশে আইসিএসই ও আইএসসিতে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন বাংলার দুই পড়ুয়া ৷ আইসিএসইতে দেশজুড়ে ৯ জন প্রথম স্থানে রয়েছে ৷ সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়ের ৷ তার প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ ৷ অপরদিকে আইএসসিতে দেশজুড়ে যে ৫ জন প্রথম স্থানাধিকারীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্ত ৷ তার প্রাপ্ত নম্বর ৩৯৯ ৷ ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছে সে ৷ বাংলায় আইসিএসইতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছেন মোট ২২ জন।  আইএসসির রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে ১৮ জন ৷ শীর্ষে রয়েছে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন কলকাতার অ্যাসেম্বলি অব গডচার্চের ছাত্র অনুরাগ নন্দী, ত্রিশা বেহানি, শ্রেয়সী বিশ্বাস, সাবিক ইবনে খান, আরণ্যক রায়।  তৃতীয় স্থানে রয়েছেন ১৬ জন।