কলকাতা

কাল থেকে বাস না নামলে সরকারই চালাবে বেসরকারি বাস, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হলো যে ১ জুলাই থেকে বেসরকারি বাস রাস্তায় না নামলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। দরকার পড়লে বেসরকারী বাসগুলিকে আইন প্রয়োগ করে বাজেয়াপ্তও করা হবে। আজ মঙ্গলবার নবান্নের বৈঠকে বাসমালিক সংগঠনগুলির উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আরো এক ধাপ এগিয়ে মমতার হুমকি প্রয়োজনে বাসগুলি বাজেয়াপ্ত করে সেগুলিকে সরকারি ড্রাইভার দিয়ে চালাবে রাজ্য সরকার। প্রসঙ্গত আনলক হওয়ার পর বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের বেঁধে দেওয়া যাত্রী সংখ্যার কারণে এবং নিয়মিত পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বেসরকারি বাস সংগঠনগুলি দাবী তুলেছিল বাসভাড়া বৃদ্ধির। যা নিয়ে তারা দফায় দফায় আবেদন করেন রাজ্য সরকারের কাছে। এমনকী দুপক্ষের বৈঠকও হয় একাধিকবার। এরপরই বাস মালিকদের ভর্তুকি দিয়ে মাসিক ১৫ হাজার টাকার প্যাকেজও ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু তাতে মন গলেনি বাস মালিক সংগঠনগুলির। তাদের পক্ষে পাল্টা একাধিক শর্ত রেখে পরিষেবা দিতে অস্বীকার করা হয়। কিন্তু এবার সরাসরি কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি পরিস্কার জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির কোনো প্রশ্নই নেই।মঙ্গল নবান্নের বৈঠকে প্রায় হাত জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, “অনেকবারই আমরা ডেকে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। আমি এখনো অনুরোধ করছি, আশা করি এবার শুভবুদ্ধির উদয় হবে বেসরকারি বাস সংগঠন এবং মালিকদের। এবার হয়ত তারা রাস্তায় নামবেন”।