বাজারে টিকা বেচার অনুমতি দিলে দাম হবে ডোজ প্রতি ১ হাজার টাকা, জানালেন সিরাম প্রধান আদর পুনাওয়ালা। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘প্রথম ১০ কোটি ডোজ ২০০ টাকায় বিক্রি করা হবে সরকারের কাছে। তারপর টেন্ডার ডেকে দাম ঠিক হবে। কিন্তু সরকারকে যে দামেই বিক্রি করি না কেন, প্রথম দফায় বিনামূল্যেই ভ্যাকসিন দেওয়া হবে।’ আগামী ৭-১০ দিনের মধ্যেই বাকি কাজ শেষ করে টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। আগামী এক মাসের মধ্যে ৭-৮ কোটি টিকার জোগান দেওয়া হবে। খুব বেশি হলে তা দেড় মাস মতো লাগবে, জানালেন সিরাম অধিকর্তা। বলেন, ‘তবে সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, ঠিক কতদিনের মধ্যে খুচরো বাজারে টিকা আসবে। সরকার এখনও সবুজ সঙ্কেত দেয়নি, তার কারণ আগে ঝুঁকিপূর্ণদেরই টিকা দেওয়া হবে।