পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে। শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন এক ব্যক্তি। ডোমকলে, ভাঙড়ে, দিনহাটায় সংঘর্ষ হয়েছে। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন তাদের বাধা দিচ্ছে শাসকদল। এনিয়ে এবার পাল্টা মারের নিদান দিলেন সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তৃণমূলের বিক্ষুব্ধ অংশের প্রতিও তাঁর একই বার্তা। বিকাশবাবু বলেন, সন্ত্রাস হলে পাল্টা মার দিতে হবে। আইন আমি বুঝে নেব। রক্তের বিনিময়েই অধিকার আদায় করতে হবে। আইনি কোনও সমস্যা হলে বুঝে নেব। অধিকার যদি আদায় করতে হয় তাহলে এটা ছাড়া আর কোনও উপায় নেই। পুলিস যদি মানুষের পাশে থাকতেন তাহলে একথা বলতে হতো না। তৃণমূল জেনে গিয়েছে নীচের তলার মানুষ আর তাদের কথা শুনবে না। অতএব গুন্ডাদের দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা করছে। সেই পরিকল্পনারই বাস্তব রূপায়ন হচ্ছে। এর থেকে বাঁচার উপায় পাল্টা মার।