জেলা

‘ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে, সংযত হোন’, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা অনুপমের

বঙ্গ বিজেপিতে যে গোষ্ঠী দ্বন্দ্বের চোরা স্রোত বইছে এ কথা কমবেশি সবারই মালুম হচ্ছে। সেই দ্বন্দ্ব নিয়েই এবার নেতাদের সংযত হওয়ার পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরা। সতর্ক করে দিয়ে অনুপম সোজাসাপ্টা বলে দিলেন, সরকার গঠনের বিষয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। তা মিটিয়ে নিন। কোনও কারণে হেরে গেলে রক্ষে থাকবে না। রবিবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন অনুপম। তাতে তিনি লেখেন, ‘বাই চান্স ভোটে হেরে গেলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য অন্য রাজ্যে নতুন বাসস্থান খুঁজতে হবে। সব থেকে দূরাবস্থা হবে বুথ স্তরের কার্যকর্তাদের।’ বিজেপির নেতা কর্মীদের উদ্দেশে অনুপমের পরামর্শ, যত দ্রুত এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলা যায় ততই মঙ্গল। তাতে বুথ স্তরের কর্মীদেরও মনোবল বাড়বে।