বিদেশ

এবার খুনের মামলায় ১৪ দিনের আগাম জামিন পেলেন ইমরান খান

তোষাখানা মামলার পরে এবার পাক সুপ্রিম কোর্টের এক আইনজীবী খুনের মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ এবং বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব পিটিআই চেয়ারম্যানের গ্রেফতারির ওপরে আগামী ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। গত ৬ জুন বালুচিস্তান হাইকোর্টে যাওয়ার পথে কোয়েট্টার এয়ারপোর্ট রোড সংলগ্ন আলাম্মো চকের কাছে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন  পাকিস্তান সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী আবদুল রাজ্জাক শার। দুষ্কৃতীরা তাঁর গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। ১৫টির মতো গুলি লাগে তাঁর গায়ে। শারের খুন নিয়ে সরকার এবং পিটিআইয়ের পক্ষ থেকে পারস্পারিক দোষারোপও শুরু হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ব্যক্তিগত সহায়ক আবদুল তারার অভিযোগ করেন, আইনজীবী শারের খুনের পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের হাত রয়েছে। পাল্টা পিটিআই মুখপাত্র রাউফ হাসান অভিযোগ করেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শারকে খুন করিয়েছেন।’ বাবার খুনের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে কোয়েট্টার শাহিদ জামিল থানায় অভিযোগ দায়ের করেন শারের পুত্র আইনজীবী সিরাজ আহমেদ। আর ওই এফআইআর দায়েরের পরেই গ্রেফতারির আশঙ্কায় এদিন সকালে আগাম জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান খান। বেলা দুটো নাগাদ প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেবের  এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় এজলাসে হাজির ছিলেন পিটিআই চেয়ারম্যান। শুনানি শেষে ইমরানের গ্রেফতারির ওপরে দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন বিচারপতিরা।