দেশ

৫ হাজার ৭৮৯টি সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

 শুধুমাত্র মাদার টেরেসার হাতে গড়া সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি নয়, সব মিলিয়ে মোট ৫ হাজার ৭৮৯টি সংস্থার ক্ষেত্রে ‘বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন’ বা এফসিআরএ (FCRA) সংক্রান্ত লাইসেন্স বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই তালিকায় রয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, আইআইটি দিল্লি, জামিয়া মিলিয়া ইসলামিয়া সহ আরও অনেক নামজাদা সংস্থা ৷

জানা গেছে, শনিবারই ৫হাজার ৭৮৯টি সংস্থার এফসিআরএ লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ যার মধ্যে ৬০০টি সংস্থাই রয়েছে রাজধানী দিল্লিতে ৷ তালিকায় রয়েছে নেহরু মেমোরিয়াল মিউজয়াম, আইআইটি দিল্লি, ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর আর্টস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশন প্রভৃতি ৷ যে সংস্থাগুলির এফসিআরএ লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে, বা তাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, সেগুলির নাম ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকা আকারে পেশ করা হয়েছে ৷ সূত্রের দাবি, সংশ্লিষ্ট সংস্থাগুলি হয় লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন জানায়নি, অথবা তাদের আবেদন বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে ক’টি আবেদন বাতিল করা হয়েছে, তার সবক’টির জন্যই তথ্যপ্রমাণ পেশ সংক্রান্ত ত্রুটিকে দায়ী করেছে সরকার পক্ষ ৷