দেশ

খড়গপুর আইআইটি-র দায়িত্বে মহিলা ডেপুটি ডিরেক্টর

ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর মতো গুরুত্বপূর্ণ পদে একজন মহিলার অভিষেক হতে চলেছে । আইআইটি খড়গপুরের নতুন ডেপুটি ডিরেক্টর হলেন রিন্টু বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু আইআইটি খড়গপুরেরই নন, সারা দেশে এমনকী বিশ্বের আইআইটিগুলির মধ্যে তিনিই প্রথম মহিলা যিনি এই ধরনের প্রতিষ্ঠানে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পেলেন। আইআইটি খড়গপুরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রিন্টু বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি ডিরেক্টর নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায় হলেন পিকে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউএবলের চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা প্রধান। পাশাপাশি, তিনি প্রায় ৩ বছর ধরে গ্রামীণ উন্নয়ন, উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তি কেন্দ্রের প্রধান। এছাড়াও আইআইটি খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।