কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোয়ার কংগ্রেস বিধায়ক সংকল্প আমোনকর ৷ সৈকত রাজ্যে স্মৃতির পারিবারিক ব্যবসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ মোরমুগাওয়ের কংগ্রেস বিধায়ক সাংবাদিকদের জানালেন, আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজের অভিযোগের ভিত্তিতে গোয়ার বিভিন্ন দফতর রেস্তোরাঁ এবং পানশালার বিরুদ্ধে তদন্তে নেমেছে ৷ আমোনকর বলেন, “স্মৃতি ইরানি গোয়ায় তাঁর পারিবারিক ব্যবসা নিয়ে গোটা দেশকে আরেকবার মিথ্যে কথা বলেছেন ৷ এর আগে তাঁর স্নাতক স্তরের ডিগ্রি নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন ৷ 2019-এ লোকসভা নির্বাচনের সময় তিনি ভারতের নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দেন ৷ মহারাষ্ট্রের রেজিস্ট্রারে কোম্পানির নথি এবং জিএসটি-র বিস্তারিত তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোয়ার আসাগাওতে ‘সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার’ তাঁর পরিবারই চালায় ৷” তিনি আরও অভিযোগ করেন, পুরো ব্যবসাটা ‘বেনামি’ স্টাইলে চলছে ৷ সম্পত্তিটাও ‘বেনামে’ দখল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ তিনি বলেন, “গোয়া সরকারের আবগারি, পঞ্চায়েত, জিএসটি, টাউন অ্যান্ড কান্ট্রি ডিপার্টমেন্ট ছাড়া আরও বেশ কিছু দফতর এই মামলার তদন্তে যুক্ত ৷ যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকারে একই শাসক দল, তাই এটা স্বাভাবিক যে বিভিন্ন দফতর, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তাঁর মন্ত্রিসভা সবাই স্মৃতি ইরানিকে বাঁচানোর জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন ৷”