জিএসটি দপ্তরের সরকারি গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায়। আর তা করতে গিয়েই পুলিসের জালে দুই ব্যক্তি। পুলিস সূত্রে খবর, দুর্গাপুরের নডিহার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ওই গাড়ির চালক বলে খবর। তারা দুর্গাপুরের এসবি মোড়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি দপ্তরের গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করত বলে অভিযোগ। জিএসটি আধিকারিক গাড়ি থেকে নেমে যাওয়ার পর চালক ও আরও এক ব্যক্তি পুলিসের চোখে ধুলো দিয়ে টাকা তুলত। ওই জিএসটি গাড়ি ব্যবহার করেই তারা অবৈধভাবে টাকা আদায় করত বলে জানা গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার দুপুরে এক পণ্যবাহী গাড়ির চালক কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কোক ওভেন থানার পুলিস বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গাড়ি সমেত গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। কোক ওভেন থানার পুলিস সাতদিনের পুলিসি হেফাজত চেয়েছে।