পুজো

বাসন্তী পুজোর পৌরাণিক কাহিনী!

আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গা পুজো হয়ে থাকে। কিন্তু আদি দুর্গাপুজো চৈত্র মাসে হত, যা বাসন্তী পুজো  নামে আমাদের কাছে পরিচিত। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডিতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী, অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন হিসেবেও খ্যাত। আর চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন। যোদ্ধা হিসাবে রাজা সুরথ ছিলেন খুব দক্ষ। কোন যুদ্ধে নাকি তিনি কখনও হেরে যাননি একদিন প্রতিবেশী রাজ্য তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন, এই সুযোগে তার সভাসদরা লুঠপাঠ চালায়। নিজের কাছের লোকেদের এমন আচারনে তিনি অবাক হয়ে যান। এই সময় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন। কিন্তু রাজা মনের শান্তি পান না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজনের দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তবুও তিনি বউ ছেলের ভালো-মন্দ এখনও ভেবে চলেছেন। তারা দুজনেই বিস্মিত হলেন যে, যাদের কারণে তারা আজ সব হারিয়েছে, এখনও তারা তাদের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষিকে এ কথা জানানোতে তিনি বলেন যে এসবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির পরামর্শ মতই রাজা কঠিন তপস্যা শুরু করে। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করে সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো। শাস্ত্র মতে, রাজ্য হারানো রাজা সুরথ বসন্তকালে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। দেবীর আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা দেবীর উপাসনা করেন। মা দুর্গা ভক্তের পুজোয় সন্তুষ্ট হয়ে রাজা সুরথকে তাঁর হারানো রাজ্য ফিরিয়ে দেন। এই পুজোই পরে বাসন্তী পুজো নামে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ বছর বাসন্তী পুজো পড়েছে ২৮ মার্চ, মঙ্গলবার।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

🔴 পঞ্চমী তিথি আরম্ভ – ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় – বিকেল ৪টে ২৫ মিনিট।

🔴 পঞ্চমী তিথি শেষ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – বিকেল ৪টে ৩৩ মিনিট।

🔴 ষষ্ঠী তিথি আরম্ভ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – বিকেল ৪টে ৩৪ মিনিট।

🔴 ষষ্ঠী তিথি শেষ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – বিকেল ৫টা ২৮ মিনিট।

🔴 সপ্তমী তিথি আরম্ভ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – বিকেল ৫টা ২৯ মিনিট।

🔴 অষ্টমী তিথি আরম্ভ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – রাত ৯টা ০৮ মিনিট।

🔴 সন্ধি পুজোর শুভক্ষণ – রাত ৮টা ৪৪ মিনিটে সন্ধি পুজো আরম্ভ। রাত ৯টা ৩২ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত।

🔴 নবমী তিথি আরম্ভ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ৯টা ০৯ মিনিট ।

🔴 নবমী তিথি শেষ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১১টা ৩১ মিনিট।

🔴 দশমী তিথি আরম্ভ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১১টা ৩২ মিনিট।

🔴 দশমী তিথি শেষ – ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র। সময় – রাত ১টা ৫৯ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

🔴 পঞ্চমী তিথি আরম্ভ – ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ২ মিনিট ২০ সেকেন্ড।

🔴 পঞ্চমী তিথি শেষ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড।

🔴 ষষ্ঠী তিথি আরম্ভ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড।

🔴 ষষ্ঠী তিথি শেষ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৪১ মিনিট ৪৫ সেকেন্ড।

🔴 সপ্তমী তিথি আরম্ভ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় – সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ৪৬ সেকেন্ড।

🔴 সপ্তমী তিথি শেষ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – রাত ৮টা ৪৭ মিনিট ২২ সেকেন্ড।

🔴 অষ্টমী তিথি আরম্ভ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় – রাত ৮টা ৪৭ মিনিট ২৩ সেকেন্ড।

🔴 অষ্টমী তিথি শেষ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ১০টা ১৭ মিনিট ৩২ সেকেন্ড ।

🔴 সন্ধি পুজোর শুভক্ষণ – রাত ৯টা ৫৩ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো আরম্ভ। রাত ১০টা ৪১ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো সমাপ্ত।

🔴 নবমী তিথি আরম্ভ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় – রাত ১০ টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড।

🔴 নবমী তিথি শেষ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১২টা ৮ মিনিট ১৮ সেকেন্ড।

🔴 দশমী তিথি আরম্ভ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় – রাত ১২টা ৮ মিনিট ১৯ সেকেন্ড।

🔴 দশমী তিথি শেষ – ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র। সময় – রাত ২টো ১১ মিনিট ৫৫ সেকেন্ড।

কীভাবে কলশ স্থাপন করবেন 

কলশ স্থাপনের জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির পর পরিষ্কার কাপড় পরিধান করুন। মন্দির পরিষ্কার করার পরে, একটি সাদা বা লাল কাপড় বিছিয়ে দিন। এই কাপড়ে কিছু  ধান দিন। একটি মাটির পাত্রে বার্লি বপন করুন। এই পাত্রে জল ভর্তি একটি কলস স্থাপন করুন। কলশের উপর একটি স্বস্তিক তৈরি করুন এবং তার উপর সুতো বাঁধুন। আস্ত সুপারি, মুদ্রা ও অক্ষত রেখে কলশে অশোক পাতা রাখুন। একটি নারকেল নিন এবং তার উপর ওড়না মুড়িয়ে সুতো  দিয়ে বেঁধে দিন। এই নারকেলটি কলশের শীর্ষে রেখে দেবী দুর্গাকে আবাহন করুন। এরপর প্রদীপ জ্বালিয়ে কলশের পূজা করুন। নবরাত্রির সময় দেবীর পুজোর জন্য সোনা, রূপা, তামা, পিতল বা মাটির কলস স্থাপন করা হয়।

চৈত্র নবরাত্রি পুজোর সমগ্রী তালিকা

 মা দুর্গার ছবি, সিঁদুর, জাফরান, কর্পূর, ধূপ, কাপড়, আয়না, চিরুনি, চুড়ি, সুগন্ধি তেল, চৌকি, চৌকির জন্য লাল কাপড়, জল ভরা জটাযুক্ত নারকেল, দুর্গা সপ্তশতী বই, আমের পাতা, ফুল, দূর্বা, মেহেন্দি, বিন্দি। , সুপারি গোটা, হলুদের পিণ্ড, পাত্র, আসন, পাঁচটি শুকনো ফল, ঘি, লোবান, গুগ্গুল, লবঙ্গ, পদ্মগাট্টা, সুপারি, কর্পূর। যজ্ঞ কুণ্ড, চৌকি, রোলি, মৌলি, পুষ্পহাড়, বেলপাত্র, কমলগট্ট, দীপক, দীপবট্টি, নৈবেদ্য, মধু, চিনি, পঞ্চমেব, জায়ফল, চুনরিলাল রেশমি চুড়ি, লাল গিঁট, সিঁদুর, আমের পাতা, লাল কাপড়, লম্বা প্রদীপ, তুলা, বাতি। ধূপ, ধূপকাঠি, ম্যাচবাক্স, কলশ, পরিষ্কার চাল, কুমকুম, মলি, মেকআপ সামগ্রী, প্রদীপ, যজ্ঞের জন্য আমের কাঠ, যব, ঘি বা তেল, ফুল, ফুলের মালা, সুপারি, পান, লাল পতাকা, লবঙ্গ, এলাচ। , বাতাসা বা মিশ্রি, আসল কর্পূর, উপলে, ফল ও মিষ্টি, দুর্গা চালিসা ও আরতি বই, সুতো , শুকনো ফল ইত্যাদি।

কোন দিনে মা দুর্গার কোন রূপের পুজো হবে? 

১) নবরাত্রির প্রথম দিন – ২২ মার্চ ২০২৩ দিন বুধবার: মা শৈলপুত্রী পুজো (ঘটস্থাপন)

২) নবরাত্রির দ্বিতীয় দিন – ২৩ মার্চ ২০২৩ দিন বৃহস্পতিবার: মা ব্রহ্মচারিণী পুজো

৩) নবরাত্রির তৃতীয় দিন – ২৪ মার্চ ২০২৩ দিন শুক্রবার: মা চন্দ্রঘন্টা পুজো

৪) নবরাত্রির চতুর্থ দিন – ২৫ মার্চ ২০২৩ দিন শনিবার: মা কুষ্মাণ্ডা পুজো

৫) নবরাত্রির পঞ্চম দিন – ২৬ মার্চ ২০২৩ দিন রবিবার: মা স্কন্দমাতা পুজো

৬) নবরাত্রির ষষ্ঠ দিন – ২৭ মার্চ ২০২৩ দিন সোমবার: মা কাত্যায়নী পুজো

৭) নবরাত্রির সপ্তম দিন – ২৮ মার্চ 2023 দিন মঙ্গলবার: মা কালরাত্রি পুজো

৮) নবরাত্রির অষ্টম দিন – ২৯ মার্চ ২০২৩ দিন বুধবার: মা মহাগৌরী পুজো

৯) নবরাত্রির নবম  দিন – ৩০ মার্চ ২০২৩ দিন বৃহস্পতিবার: মা সিদ্ধিদাত্রী পুজো

১০) বাসন্তী বিজয়া দশমী – পুজো ৩১ মার্চ ২০২৩ দিন শুক্রবার