মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম মহিলা দেশের নৌ বাহিনীর শীর্ষ পদে বসতে চলেছেন। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। এবার সেনেটের অনুমোদনের জন্য ওই প্রস্তাব পাঠানো হচ্ছে। সেনেট অনুমোদন দিলেই অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। আগামী মাসেই মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডের মেয়াদ শেষ হবে। গত চার বছর ধরে দায়িত্ব সামলেছিলেন তিনি। সূত্রের খবর গিলডের বিশেষ সুপারিশেই তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে লিসা ফ্রানচেত্তিকে। বিশ্বের অন্যতম শক্তিশালী নৌ-সেনার প্রধান হিসেবে কেন একজন মহিলাকে বেছে নেওয়া হল তার ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘লিসা ফ্রানচেত্তি ৩৮ বছর ধরে দেশের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করে চলেছেন। বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারার অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।’