দেশ

বাংলা সহ যে সকল রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেই সব রাজ্যে আজ বনধ হচ্ছে না

কৃষি আইনের প্রতিবাদে দেশ জুড়ে সংযুক্ত কৃষক মোর্চার ডাকে ১২ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। তবে এই বনধে বাংলা সহ যে সকল রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেই সব রাজ্যে বনধ পালন করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বহু দিন ধরেই রাজধানী দিল্লি-সহ নানা জায়গায় কৃষক আন্দোলন চলছে। সেই আইনের প্রতিবাদেই আজ এই ধর্মঘট ।  কৃষক মোর্চার বনধ ছাড়াও আজ ক্রমাগত পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘চাক্কা জ্যাম’-এর ডাকও দিয়েছে। আজ, শুক্রবার সকাল থেকেই বনধের জেরে কার্যত অবরুদ্ধ উত্তর ভারতের একাধিক রাজ্য । পঞ্জাব-হরিয়ানায় দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও হচ্ছে  রল অবরোধও। বনধ সমর্থকদের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে, যানবাহন, বাজার ও রেল চলাচল বন্ধ থাকার পাশাপাশি আজ সমস্ত সব্জি ও দুধের সরবরাহও বন্ধ থাকবে । তবে  ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, দমকল-সহ অন্যান্য জরুরি পরিষেবায়।