জেলা

করোনা আবহে মেদিনীপুরে রাত ৯টার পর বন্ধ দোকানপাঠ, নির্দেশ প্রশাসনের

প্রিয়াংকা সেনগুপ্তঃ আগামীকাল থেকেই মেদিনীপুর শহরের সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে হবে রাত্রি ৯ টার মধ্যে! স্পষ্ট জানিয়ে দেওয়া হল কোতোয়ালী থানার পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় কোতোয়ালী থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের রাস্তায় ঘুরে ঘুরে, রাস্তার ধারের প্রতিটি ছোট-বড় দোকানের কর্তৃপক্ষকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দেন। শহরের সব দোকানপাটই কি রাত্রি ৯ টার মধ্যে বন্ধ করতে হবে, আগামীকাল থেকে? জবাবে এক পুলিশ আধিকারিক জানান, “হ্যাঁ।” জেলা পুলিশের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। খড়্গপুর শহর ও মেদিনীপুর শহরে করোনার দ্বিতীয় ঢেউয়েও “ভয়ঙ্কর দাপট” লক্ষ্য করা যাচ্ছে। গত ১ সপ্তাহে দুই শহরেই সংক্রমিতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী। এই পরিস্থিতিতে, জেলা পুলিশ ও কোতোয়ালী থানার পক্ষ থেকে সমস্ত বিষয়েই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজ সারাদিনই শহরের বিভিন্ন এলাকায় “ফেস মাস্ক চেকিং” অভিযানে বেরোয় পুলিশ। সন্ধ্যা নাগাদ কোতোয়ালী থানার আইসি-র নেতৃত্বে অভিযান চালানো হয়। বেশ কয়েকজন যুবককে বিনা মাস্কে বাইরে বেরোনোয় আটক করে পুলিশ! পরে অবশ্য মাস্ক কিনে পরতে বলা হয় তাদের এবং চরম সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।