মেডিক্যাল অক্সিজেন না পেয়ে মারা গেলেন ২০ জন করোনা রোগী। গতকাল রাতে ঘটনাটি ঘটে জয়পুর গোল্ডেন হাসপাতালে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, বেশ কিছুদিন ধরেই অক্সিজেন সিলিন্ডারের টানাটানি চলছিল। এদিক ওদিক থেকে সিলিন্ডারের ব্যবস্থা করা হলেও কিছুতেই ঘাটতি মেটানো যাচ্ছিল না। তার উপর হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত কয়েকদিনে রোগীভর্তির বিপুল চাপ এসে পড়ে। পরিস্থিতি সামলাতে দিল্লি প্রশাসনের দ্বারস্থ হতে হয়। কিন্তু এতকিছুর পরেও ক্ষতি এড়ানো যায়নি। জয়পুর গোল্ডেন হাসপাতালের কর্ণধার ডা. ডি কে বালুজার দাবি, ‘সরকারি তরফে আমাদের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেনের ব্যবস্থা করা হয়। যা গতকাল সন্ধ্যা ৫টার মধ্যে পাঠানোর কথা ছিল। কিন্তু আদতে সেটা মাঝরাতে এসে পৌঁছয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অক্সিজেনের অভাবে ২০ জন কোভিড আক্রান্ত রোগী প্রাণ হারান।’ যদিও বিপদ এখানেই থেমে নেই। রোগীর ভিড় বাড়ছে। বাড়ছে অক্সিজেনের চাহিদাও। জয়পুর হাসপাতালেই ভর্তি হওয়া ২১৫ জন করোনা আক্রান্তের অবস্থা ইতিমধ্যে সংকটজনক। সময়ে অক্সিজেনের ব্যবস্থা না হলে আরও একবার মৃত্যু বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বলেও সতর্ক করেছেন ডা. বালুজা। শুধু জয়পুর হাসপাতাল নয়। দিল্লির প্রায় প্রতিটি প্রথম শ্রেণির হাসপাতালে কান পাতলে শোনা যাচ্ছে অক্সিজেনের হাহাকার।