দেশ

‘মোদি কো হঠানা হ্যায়’, পাটনা ফিরেই কড়া বার্তা লালুপ্রসাদের

রাজ্যে পালাবদলের সময়ে দিল্লি ছিলেন তিনি। রাজধানীতে থাকলে কী হবে, তাঁর মন পড়ে ছিল পাটলিপুত্রে। বুধবার নিজের প্রিয় ভূমিতে ফিরেই ফের স্বমূর্তিতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব । পাটনার মাটিতে পা দিয়েই হুঙ্কার ছেড়েছেন, ‘আগামী লোকসভা ভোটে যে ভাবেই হোক, মোদিকে হঠাতে হবে।’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘বিজেপির প্রচারতন্ত্রকে আজ মানুষ আর বিশ্বাস করে না। ফলে গদি মিডিয়া কী বলল, তাতে কী যায় আসে?’ বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পাওয়ার কারণে গত মাসে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি হয়েছিলেন লালুপ্রসাদ । কিছুদিন ভর্তি থাকার পরে ছাড়া পান। তার পর থেকে মেয়ে মিশা ভারতীর দিল্লির বাংলোতেই ছিলেন। গত ১০ অগস্ট নতুন মহাজোট সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান দিল্লিতে মেয়ের বাড়িতে বসেই দেখেছিলেন। অবশেষে এদিন দিল্লি থেকে  পাটনা ফিরেছেন আরজেডি সুপ্রিমো । প্রবীণ নেতাকে দেখতে এদিন অ্যানে মার্গের বাসভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । দুই নেতার মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। জেডিইউ সুপ্রিমোর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন লালুপ্রসাদ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘দেশে স্বৈরাচারী সরকার চলছে। মোদি সরকারকে না সরালে দেশ ও সাধারণ মানুষ বাঁচবে না। আগামী লোকসভা ভোটে মোদিকে সরাতে হবে। তার জন্য সব বিরোধীদের জোট বাঁধতে হবে।’