ট্রাক ভর্তি বিলিতি মদ উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ। লকডাউনে মধ্যে অসমের গুয়াহাটি থেকে বিহারে পাচার করা হচ্ছে মদ। গোপন সূত্রে সেই খবর পেয়ে জাতীয় সড়ক থেকে এবার এক ট্রাক বোঝাই মদ উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মদ নিয়ে যাওয়ার কোন কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক। বাজেয়াপ্ত করা হয়েছে মধ্যপ্রদেশের নম্বরের ট্রাকটি। পুলিশের দাবি, ট্রাক যে চালাচ্ছিলেন তিনি ট্রাকের মালিক। উদ্ধার মদের দাম পুলিশ জানিয়েছে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা। ধৃত যুবকের নাম ইন্দ্র সিং। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।