দেশ

২৮ বিধায়ককে বৈঠকে হাজির করে শরদ  পওয়ারকে টেক্কা দিলেন ভাইপো অজিত

দলে ভাঙনের ৭২ ঘন্টা বাদে নিজেদের শক্তি প্রদর্শন করতে কোমর কষে ঝাঁপিয়েছিল এনসিপির যুযুধান দুই গোষ্ঠী। দলীয় বিধায়কদের নিরিখে কে এগিয়ে তার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার ও বাগী নেতা অজিত পওয়ার। বুধবার দুপুরে অবশ্য বিধায়কদের সমর্থনের নিরিখে কাকা শরদ পওয়ারকে টেক্কা দিয়ে গেলেন ভাইপো অজিত। বিদ্রোহী শিবিরের বৈঠকে হাজির ছিলেন এনসিপির ২৮ বিধায়ক। সেখানে শরদ পওয়ারের বাড়িতে দেখা গেল মাত্র ১৩ বিধায়ককে। আর দলের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানিতে ১২ বিধায়ক কোনও পক্ষে বৈঠকেই হাজির হলেন না। যদিও তাঁরা শরদের শিবিরে গেলেও শক্তির নিরিখে ভাইপোকে হারাতে পারতেন না এনসিপি প্রধান। গত রবিবারই কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগামীদের নিয়ে মহারাষ্ট্রের সেনা-বিজেপি জোট সরকারে সামিল হয়েছিলেন মরাঠা রাজনীতিতে ক্ষমতালোভী হিসেবে পরিচিত অজিত পওয়ার। এনসিপিতে ভাঙন ধরানোর পুরস্কার হিসেবে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ উপঢৌকন দিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। শপথ নেওয়ার পরেই বাগী অজিত পওয়ার দাবি করেছিলেন দলের ৫৩ বিধায়কের মধ্যে তাঁর সঙ্গে রয়েছেন। বিধায়কের নিরিখে কোন শিবির এগিয়ে তা নিয়ে জল্পনার অবসান ঘটাতে এদিন পৃথকভাবে বৈঠক ডেকেছিলেন এনসিপির যুযুধান দুই শিবিরের নেতারা। নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে দলীয় বিধায়কদের হাজির হওয়ার জন্য হুইপ জারি করেছিল শরদ শিবির। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেই হুইপ অমান্য করে বান্দ্রায় অজিত পওয়ারের ডাকা বৈঠকে হাজির হয়েছেন এনসিপির ২৮ বিধায়ক।