জেলা

কিছু শপিংমলে এবার চালু হচ্ছে প্রবেশমূল্য, ভিড় নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ

দীর্ঘ লকডাউন শিথিলের পর শহরের শপিংমল গুলি চালু হয়েছে একাধিক নিয়ম। সব শপিংমলেই একাধিক নিরাপত্তা জনিত কড়া কড়ি করা হয়েছে। তবে করোনা রুখতে ভিড় নিয়ন্ত্রনে আরও এক নয়া উদ্য়েগ নিল শপিংমল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বাংলার কিছু শপিংমলে প্রবেশমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা।শপিংমলগুলি খোলার ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতেই হবে কর্তৃপক্ষ ও ক্রেতাদের। কিন্তু নিয়ম মানলেও তিনমাসের ব্যবধানে শপিংমল খোলায় ভিড় হওয়াটাই স্বাভাবিক। সেইদিক মাথায় রেখেই আসানসোল ও নরেন্দ্রপুরের বেশ কিছু শপিংমলে ধার্য করা হয়েছে প্রবেশ মূল্য। জানা গিয়েছে, আসানসোলের শপিংমলটির ক্ষেত্রে প্রবেশের সময় যে ১০০ টাকা দিতে হচ্ছে, কেনাকাটা করলে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে ওই অর্থ। এভাবেই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ।