বিনোদন

সলমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গুজরাত থেকে গ্রেফতার দুই অভিযুক্ত

সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গুজরাতের ভুজ থেকে গ্রেফতার দুই আততায়ী। আজ সকালে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়ে আততায়ীরা। ধৃতরা বিহারের বাসিন্দা। রবিবার ভোরে বলিউড অভিনেতা সলমান খানের বাসভবনের বাইরে গুলি চালানোর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে সোমবার তাদের গ্রেফতার করেছে। মুম্বই পুলিসের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি তদন্তে জানা গেছে যে দুই বাইকবাহী ব্যক্তি ২১ দিন ধরে পানভেলে ছিলেন এবং অপরাধের জন্য ব্যবহৃত সেকেন্ড-হ্যান্ড বাইকটি কিনেছিলেন স্থানীয় বাসিন্দার কাছ থেকে। খবর অনুযায়ী, গুজরাট পুলিশের দল পশ্চিম কচ্ছ থেকে তাদের দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার সকালে উভয় অভিযুক্তকে নিয়ে চলে যাবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। দুজনকেই মুম্বাইয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, রবিবার অভিনেতা সালমানের বাড়ির বাইরে বাইক আরোহী দুই ব্যক্তি গুলি চালায়। এই ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামও সামনে এসেছে। পুরো বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি খতিয়ে দেখছে। সোমবার সংবাদ সংস্থা পিটিআই সিসিটিভি ফুটেজ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে, অভিযুক্তকে ক্যাপ পরা এবং কাঁধে একটি ব্যাগ বহন করতে দেখা যায়।