দেশ

উত্তরপ্রদেশে করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের ম্যারাথন র‍্যালিতে পদপিষ্ট বহু তরুণী

উত্তরপ্রদেশে মহিলা ভোটকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচণে লড়তে চাইছে কংগ্রেস। ভোটমুখী উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধির টার্গেট মহিলা ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করেই একটি বিশেষ কর্মসূচি চালু করেছে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। বিশেষ কর্মসূচিতে মূলত অংশগ্রহণ করছেন তরুণীরা। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল উত্তরপ্রদেশের বরোলিতে। মঙ্গলবারের কর্মসূচিতে সেই বিশৃঙ্খলা মাত্রা ছাড়াল মঙ্গলবারেই। এদিনের কর্মসূচিতে হাজারো হাজারো মেয়েদের ঠাসা ভিড়ে পদপিষ্টের ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের কর্মসূচির ভিড় দেখে নেটিজেনদের একাংশ কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। করোনা আবহে কীভাবে এই মিছিল করল কংগ্রেস? প্রশ্ন তুলছে বিরোধীরা। মিছিলে অংশগ্রহণকারী মেয়েদের অনেকের মুখেই ছিল না মাস্ক। দূরত্ববিধি শিকেয় তুলে কংগ্রেসের নেতৃত্বের ডাকে ছুটে চলেছেন মেয়েরা। এই কর্মসূচি বিগত কিছুদিন ধরেই করছে হাত শিবির। দেশজুড়ে করোনা আতঙ্কের মাঝেই এই মিছিল করা নিয়ে বারবার প্রশ্ন করেছে বিরোধীরা। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। বরেলির জেলাশাসককে ২৪ ঘন্টার মধ্যে ওই ঘটনার বিস্তারিত তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। সাত দিনের মধ্যে আরও তথ্যানুসন্ধান করে পৃথক একটি রিপোর্ট দেওয়ারও নির্দেশ জারি করেছে শিশু অধিকার রক্ষা কমিশন। ঘটনায় যারা জখম হয়েছে তাদের চিকিৎসার কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে হবে কমিশনকে।