কলকাতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬৩৯

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ২১৫। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৮ হাজার ২৫২ জন কোভিডে মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এ রাজ্যে দৈনিক টিকাকরণের সংখ্যা আগের থেকে বেড়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্যে ২ লক্ষ ৯৮ হাজার ৮৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের মতোই দৈনিক কোভিড পরীক্ষাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪৬৯টি কোভিড পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।