এয়ারপোর্টের সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। তার মধ্যেই যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আজ থেকে দু’জোড়া বাস চালু করল রাজ্য পরিবহণ দফতর৷ প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া রেল স্টেশন যাওয়ার জন্য বিশেষ দুটি পরিবেশবান্ধব বাতানুকূল শাটল বাস চালু করল রাজ্য পরিবহণ দফতর ৷ মাত্র এক ঘন্টায় এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবেন যাত্রীরা৷ মাঝে মাত্র একটায় স্টপেজ। একটাই ভাড়া। ১০০ টাকা। এদিন নয়া এই পরিবেশবান্ধব বাস
পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, ‘‘আগে গ্র্যান্ড হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস পরিষেবাটা ছিল৷ কিন্তু গত ৩০ বছর ধরে সেটা বন্ধ হয়ে ছিল৷ তাই আমি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সংস্থার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম যাতে পুনরায় এই বাস পরিষেবাটা চালু করা যায়৷ ওনারা সেটা করলেন৷ ইলেকট্রিক এই বাস চালু হওয়ায় দুই শহরের বহু মানুষ যারা এয়ারপোর্টে আসেন তাদের অনেক সুবিধা হবে৷ আমি এয়ারপোর্টের ম্যানেজারকেও বলেছি আমাদের টাইমিংগুলি ডিপার্চারে লিখে দেওয়ার জন্য।
রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম