দেশ

সকাল থেকে কলকাতা সহ দেশের একাধিক শহরে আয়কর হানা

বৃহস্পতিবার সকাল থেকে একটি আর্থিক বেনিয়মের মামলায় সক্রিয় ভূমিকায় আয়কর বিভাগ। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরের একাধিক জায়গায় আজ হানা দেন আয়কর আধিকারিকরা। এক নামি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের আর্থিক বেনিয়ম সংক্রান্ত মামলায় এই অভিযান চালানো হয়। কলকাতার ৬টি জায়গা সহ তল্লাশি চলছে উত্তরপ্রদেশের লখনউ, গাজিয়াবাদ, কানপুর ও নয়ডা সহ দিল্লিতেও। অভিযোগ, ওই প্রতিষ্ঠান  সোনার কারবার করতো। এরপর অবৈধভাবে সেই সোনার টারা রিয়েল এস্টেটের বাজারে বিনিয়োগ করতো।