জেলা

 ‌হুগলির মদের কারখানায় আয়কর হানা

 হুগলির পোলবায় মহনাদ গ্রামে মদের কারখানায় আয়কর হানা। মঙ্গলবার সকালে আয়কর আধিকারিকরা পাঁচটি গাড়ি করে পৌঁছন অ্যালপাইন ডিস্‌টিলারিস প্রাইভেট লিমিটেডের কারখানায়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরে থেকে তাঁরা ঘিরে ফেলেন ওই কারখানাকে। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে। সূত্রের খবর, এই কোম্পানির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত অভিযোগ গিয়েছে তদন্তকারীদের কাছে। তারপরই এই হানা। সূত্রের খবর, সংস্থার নানা খাতা, ব্যালান্স শিট খতিয়ে দেখছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। মূলত এই কারখানায় অ্যালকোহল বেসড নানা পণ্য তৈরি করা হয়। সূত্রের খবর এই সংস্থার অফিস রয়েছে কলকাতা, সল্টলেকেও। আয়কর আধিকারিকরা সেখানেই খোঁজ চালান বলে খবর। জানা গেছে কারখানার অধিকাংশ শেয়ার রয়েছে দিল্লির একটি সংস্থার হাতে। কারখানাটিতে প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।