দেশ

‘ট্যাক্স চাপিয়ে জ্বালানির দাম বাড়ানো তোলাবাজি’, মোদিকে কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের

জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে মোদি সরকারকে বেনজির আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে চিদম্বরম বলেন, ট্যাক্স বসানোর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি কেন্দ্রের তোলাবাজি। তাঁর মতে, পেট্রোলের দামের তিনভাগের একভাগই কেন্দ্রকে ট্যাক্স হিসেবে কেন্দ্রকে দিতে হয় উপভোক্তাদের। কোনও দ্রব্যে ৩৩ শতাংশ কর তোলাবাজি ছাড়া কিছুই নয়। চিদম্বরম বলেন, একজন উপভোক্তা প্রতি লিটার পেট্রোলের জন্য ১০২ টাকা খরচ করলে তার মধ্যে ৪২ টাকা তেল কোম্পানিগুলি পায়। এই টাকার মধ্যে ক্রুড অয়েলের পরিশোধনের খরচও রয়েছে। বাকি টাকার মধ্যে ৩৩ টাকা কেন্দ্রীয় সরকার এবং ২৪ টাকা রাজ্য সরকার পায়। ডিলার পায় মাত্র ৪ টাকা। অর্থাৎ, সবমিলিয়ে প্রায় ৩৩ শতাংশ অর্থ ট্যাক্স হিসেবে কেটে নেয় কেন্দ্র। যা তোলাবাজির নামান্তর!