জেলা

নির্দল প্রার্থী বন্দনাকে সমর্থন বাম-কংগ্রেস-বিজেপির, রামধনু জোট বলে কটাক্ষ তৃণমূলের

নামেই নির্দল৷ কিন্তু সমর্থন করছে বাম-কংগ্রেস-বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনে নিচুতলায় বিরোধীরা যে জোট বাঁধতে পারে, এমন সম্ভাবনা বাড়ছিল৷ এবার তারই প্রমাণ মিলল দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমায়৷ পাথ‍রপ্রতিমায় বিজেপি-বাম-কংগ্রেস এই অলিখিত জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই তৃণমূলের পক্ষ থেকে এই জোট নিয়ে কটাক্ষ করা হচ্ছিল। আর এবার সেই জোট প্রকাশ‍্যে আসায়, তৃণমূলের দাবি আরও শক্তিশালী হল বলে খবর।পাথরপ্রতিমা বিধানসভার ৪০ নম্বর বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার নির্দল থেকে আম চিহ্নে প্রার্থী হয়েছেন বন্দনা মজুমদার। কিন্তু ওই নির্দল প্রার্থীর প্রচারের জন‍্য ছাপানো লিফলেটে লেখা রয়েছে, বিজেপি-বাম-কংগ্রেস সমর্থিক জোটের নির্দল প্রার্থী তিনি। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বন্দনা মজুমদার জানান, স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই সমস্ত বঞ্চিত মানুষজনের পাশে দাঁড়াতে তাঁরা এই জোট করেছেন। তবে এখনও সেভাবে প্রচার শুরু করেননি।  এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার জানান, ‘মানুষ উন্নয়ন চায়। তৃণমূল কংগ্রেস সেই কাজটিই করে। সুতরাং রামধনু জোট হোক আর যাই হোক। মানুষ এই সব জোট-ঘোটকে প্রত‍্যাক্ষ‍্যাণ করে আমাদের পাশে থাকবে।’