দেশ

ভোটের ফলে ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, আগামী ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি

ফল বেরনোর পালা চলছে। একাধিক স্থান বিজেপি বনাম কংগ্রেসের জোরদার লড়াই চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। ছত্তিশগড়েও বিজেপি এগিয়ে থাকলেও, কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। তেলঙ্গানায় বিআরএসকে পিছনে ফেলেন অনেক এগিয়ে কংগ্রেস। এরই মধ্যে বিজেপি বিরোধী জোট ‘INDIA’-র বৈঠক। আগামী ৬ তারিখ দিল্লিতে INDIA জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জূন খাড়গে। দিল্লিতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জোটের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। প্রসঙ্গত আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই হাজির থাকবেন দিল্লিতে। সেখানে বৈঠকে পরবর্তী রণকৌশল এবং প্রচার নিয়ে আলোচনা হবে। তবে একাধিক রাজনৈতিক দলের দাবি, ৫ রাজ্যের ভোটের ফল যাই না কেন, বিভিন্ন রাজ্যের লোকসভা আসন নিয়ে আলোচনা শুরু হবে। তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।