দেশ

‘ইন্ডিয়া’-র কোঅর্ডিনেশন বৈঠকে লাইমলাইটে অভিষেক, প্রথম পাবলিক ব়্যালির ঘোষণা

আসন সমঝোতার ফর্মুলা নিয়েই প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক ডেকেছিল ইন্ডিয়া জোট। বুধবার দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে এই বৈঠক বসে। কিন্তু, সমস্ত অ্যাজেন্ডাকে ছাপিয়ে লাইমলাইটে চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি। ইডি সমনের জেরে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতেই প্রথম জনসমাবেশের ঘোষণা করল ইন্ডিয়া জোট। বৈঠক শেষে এদিন শরদ পাওয়ারের বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। সকলের পক্ষ থেকে কংগ্রেসের প্রতিনিধি কে সি বেণুগোপাল বক্তব্য রাখেন। শুরুতেই তাঁর মুখে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েপ নাম। কে সি বেণুগোপাল বলেন, ‘আমরা সকলেই জানি ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারলেন না। তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। এটা সম্পূর্ণ BJP-র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর অনুপস্থিতিতে তাঁর আসন খালি রেখেই আমরা বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।’ এদিন ইন্ডিয়া জোটের প্রথম জনসমাবেশের ঘোষণা করা হল। জানানো হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই ভোপালে ইন্ডিয়া জোট প্রথন ব়্যালি করবে। যেখানে উপস্থিত থাকবেন এই জোটের বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির বেশ কিছু নেতা। কে সি বেণুগোপাল বললেন, ‘আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসে এই আসন সমঝোতা নিয়ে আলোচনা করবেন। দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে।’ আপ সাংসদ রাঘব চড্ডা বলেন, ‘আমাদের নেতারা খুব দ্রুত বসে আসন সমঝোতার ফর্মুলা বের করবেন।’ CPI নেতা ডি রাজার গলাতেও একই সুর। তিনি বলেন, ‘এই প্রথম ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির বৈঠক হল। আমরা সকলে মিলে অনেকগুলি সিদ্ধান্তে একমত হয়েছি। পরবর্তী পদক্ষেপ হল আসন সমঝোতা নিয়ে আলোচনা। আঞ্চলিক দলগুলি এই মর্মে একজোট হয়ে সিদ্ধান্ত নেবে। খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে এবং আগামীদিনের নির্বাচনগুলির অ্যাজেন্ডাও নির্ধারিত হবে।’ ভোপালের প্রথম পাবলিক ব়্যালিতে কোন কোন ইস্যুগুলিকে তুলে ধরবে ইন্ডিয়া জোট? এ প্রসঙ্গে PDP প্রধান মেহবুবা মুফতি বলেন, ‘মূল্যবৃদ্ধি, দুর্নীতি, বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলি তুলে ধরা হবে ইন্ডিয়া জোটের প্রথম জনসমাবেশে।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘সময়মতো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। অনেকে অনেক কিছু জল্পনা কল্পনা করছেন। তা ঠিক নয়।’