বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে ভারতীয়ের স্বপ্নভঙ্গ করেছিল অস্ট্রেলিয়া। সেই তাদের বিরুদ্ধে টি২০ সিরিজে পর পর দুই ম্যাচে হারাল ভারতীয় দল। যদিও এই ভারতীয় দলকে টিম ইন্ডিয়ার বি টিম বললেও ভুল হবে না। তবে ভারতের বি টিম-ও যে একেবারে তৈরি তা এই দুটি ম্যাচ দেখিয়ে দিল। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণারা ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার নন। তবে সুযোগ পেলে তাঁরাও জ্বলে ওঠেন। ৯ বলে ৩১ রান। রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছেন তাতে তাঁকে কিছুদিন পর ভারতীয় টি২০ দলে নিয়মিত দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেব এদিন ভাল শুরু করলেন। হাফ সেঞ্চুরি করেন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত শর্মা সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আর তার পর থেকে অনেকেই বলছেন, রোহিত শর্মার বদলে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের যোগ্য ওপেনার হতে পারেন ঈশান কিষাণ। সেই ঈশান এদিন আরও একবার নিজেকে প্রমাণ করলেন। ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে।