প্রথম দেশ হিসেবে ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্ট ল্যান্ডিং করেছে ভারত। ইসরোর এই সাফল্যের জেরে মহাকাশ গবেষণায় ইতিহাস তৈরি হয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে, ‘গত ২৩ আগস্ট প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল চন্দ্রযান-৩। এই অভিযান যুব সমাজকে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে উৎসাহ দেবে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।’