গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। মৃত্যু হয়েছে ৩২৭ জন রোগীর। তুলনায় সুস্থতার হার অনেক কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ৪০ হাজার ৮৬৩ জন। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ৬০৩ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬২৩ জন। সুস্থ হয়েছেন মাত্র ১ হাজার ৪০৯ জন। গতকাল পর্যন্ত এই রোগে দেশে মোট ১৫১.৫৮ কোটি টিকাকরণ হয়েছে।