গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। আজ, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০ ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জন। পাশাপাশি সুস্থ হয়ে গিয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন। অন্যদিকে, এ পর্যন্ত মোট ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জন দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।