বর্ষাকালীন অধিবেশনের মাঝে বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আন্দোলনে কৃষকরা। কেন্দ্রের কৃষক বিলের প্রতিবাদেই যন্তর মন্তরে আজ বিক্ষোভ দেখান কৃষকরা। জানা যাচ্ছে, সিঙ্ঘু সীমান্ত সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল করে বৃহস্পতিবার যন্তর মন্তরে হাজির হন কৃষকরা। যার জেরে সিঙ্ঘু সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখান তারা। দিল্লির প্রাণকেন্দ্রে কৃষক বিক্ষোভ ঘিরে আজ ফের রাজধানী শহর উত্তপ্ত হয়ে ওঠে কি না, সেদিকেই নজর রয়েছে প্রায় গোটা দেশের।