ইজরায়েল, হামাসের যুদ্ধে সবচেয়ে বেশি বিপদের মুখে গাজার মানুষ। গাজা যে বিপদের সম্মুখীন হয়েছে, তার জেরে সেখানকার মানুষের জন্য ৩৮ টন খাবার, চিকিৎসার সামগ্রী-সহ বিভিন্ন জিনিষ পাঠানো হয়েছে। রাষ্ট্রসংঘে এমনই জানাল ভারত। ভারত যে সাহায্য গাজায় পাঠিয়েছে, তা আবার পাঠানো হবে বলে জানানো হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতের সঙ্গে প্যালেস্তাইনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তার জেরেই গাজার মানুষের জন্য সাহায্য পাঠানো হচ্ছে বলে জানান রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি। বর্তমানে গাজা যে বিপদের সম্মুখীন হয়েছে, তাতে ভারত সেখানকার মানুষের জন্য সমস্ত ধরনের সাহায্য করতে প্রস্তুত। প্যালেস্তাইনের পাশে ভারত মানবিক মুখ হয়ে দাঁড়াবে বলেও জানান দিল্লির প্রতিনিধি। এই মুহূর্তে ভারতের তরফে প্যালেস্তাইনের যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডের জন্য যে সাহায্য পাঠানো হয়েছে, তার মধ্যে ৬.৫ টন ওষুধ রয়েছে। যুদ্ধ থামাতে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যাতে কথা হয় এবং সমাধান সূত্র বেরিয়ে আসে, সে বিষয়েও আশা প্রকাশ করে ভারত। পাশাপাশি ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্বনেতা, যিনি ইজরায়েলিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ইজরায়েলের মানুষকে যেভাবে হত্যা করে হামাস জঙ্গিরা, তাতে নিহতদের পরিবার যাতে শক্তি এবং সাহস পায়, সেই কথাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।