দেশ

অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালেস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

চিন ও পাকিস্তানের মনে আতঙ্ক জাগিয়ে রাতের অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের রাত্রিকালীন মহড়ায় বৃহস্পতিবার সফল হল ভারত। সূত্র বলছে এই মিসাইল অন্তত ৫৪০০ কিমি দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষার সোর্স অনুসারে খবর সামনে এসেছে যে, দেশের সামরিকক্ষেত্রে উন্নত প্রযুক্তি কতটা কার্যকরী সেটা পরখ করে দেখা হয়েছে। আর তাতে পুরোপুরি সফল হয়েছে ভারত। এমনকী সূত্রের খবর, অগ্নি ৫ এর পাল্লাও প্রয়োজনে বৃদ্ধি করা সম্ভব। যদি প্রয়োজন হয় তবে সেটাও করবে ভারত। ৫ হাজার ৪০০ কিমি দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। একেবারে শত্রুঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে সেটার মধ্যে পাল্লার দিক থেকে দেখলে অগ্নি ১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি ২ যেতে পারে ২০০০ কিমি দূরে। অগ্নি ৩ ও অগ্নি ৪ মিসাইল অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম। এদিকে গত বছর ভারতের অগ্নি ৫ এর মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চিন। এটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল। তবে কি সেই মিসাইলের সফল মহড়ায় ঘুম উড়েছিল চিনের মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) শেষ করেছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও শত্রুকে সঠিকভাবে নিশানা করে ক্ষেপণাস্ত্রটি এগিয়ে যেতে পারে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে এদিন। জানা গিয়েছে, এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।