আজ দ্বিতীয় টি২০ ম্যাচেও ক্যারেবিয়ানদের কাছে জয়ের জন্য ছিল ১৮৭ রানের টার্গেট। কিন্তু মাত্র ১৭৮ রানেই থমকে গেল পোলার্ড অ্যান্ড কোম্পানি। ফলে ৮ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজের পর এবার টি২০ সিরিজও পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। এদিন ১৮৭ রান তাড়া করতে নেমে ১৭৮ রানেই থমকে গেল কায়রন পোলার্ড অ্যান্ড কোম্পানি ৷ ৮ রানে জিতে ওয়ান-ডে সিরিজের পর টি-২০ সিরিজও পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া ৷ বিরাট কোহলি এবং ঋষভ পন্থের অর্ধশতরানে এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত ৷ ৪১ বলে ৫২ রান করেন বিরাট (৭টি চার, ১টি ছয়) ৷ ২৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ (৭টি চার, ১টি ছয়) ৷ ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস আসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটেও ৷ মূলত বিরাটের দায়িত্বশীল ব্যাটই এদিন বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷ সেই ভিতেই ইমারৎ গড়েন পন্থ-আইয়ার জুটি ৷ পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৬ রানের জুটি গড়েন দু’জনে ৷ রস্টন চেজ ২৫ রানে নেন ৩ উইকেট ৷ জবাবে ৫৯ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে দিয়ে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন পুরান এবং পাওয়েল ৷ ১০০রানের জুটি গড়েন এই দুই ক্যারিবিয়ান ব্যাটার ৷ কিন্তু ১৯তম ওভারে ৪১ বলে ৬২ রান করে পুরান আউট হতেই আশা শেষ হয়ে যায় পোলার্ডের দলের ৷ ৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন পাওয়েল ৷ ওয়ান-ডে’র পর টি-২০ সিরিজ জয়ের দিনে টিম ইন্ডিয়ার পাওনা বিরাটের রানে ফেরা ৷