ব্রহ্মস মিসাইলের একটি উন্নত মডেলের সফল পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফাইটার জেট সুখোই ৩০ থেকে নিখুঁত টার্গেটে আঘাত হানল ব্রহ্মস মিসাইল। ব্রহ্মস মিসাইলের এই মডেলটি সমুদ্রে ৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বায়ুসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বাড়তি পাল্লার একটি ব্রহ্মস মিসাইলের আজ সফল পরীক্ষা করেছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা, নৌসেনা, ডিআরডিও, হ্যালের উদ্যোগে এই সাফল্য মিলল।প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের পরীক্ষাটি
হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা গিয়েছে। মন্ত্রক বলেছে, “এই পরীক্ষা সফল হওয়ায়, ভারতীয় বায়ুসেনা সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে স্থলে বা সমুদ্রে দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।” এদিনের পরীক্ষাটি ভারতীয় বায়ুসেনার আওতায় হলেও, এই পরীক্ষায় যৌথভাবে অংশ নিয়েছিল ভারতীয় নৌসেনা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এবং ব্রাহ্মোস অ্যারোস্পেস।